দাড়ি ভাল গজাবে যে ৮ উপায়ে

দাড়ি ভাল গজাবে যে ৮ উপায়ে

বলা হয় পুরুষের সৌন্দয্য দাড়িতে। আর সেই জন্যই অনেক পুরুষই দাড়ি রাখতে প্রছন্দ করেন। কেউ কেউ দাড়ি-গোঁফকে গর্বের বিষয়ও মনে করেন। তাই হয়তো ‘দ্রুত কীভাবে দাড়ি বড় করা যায়’ এটি গুগল সার্চের জনপ্রিয় বিষয়। উইকিহাউ অবলম্বনে ইন্ডিয়া টাইমস জানিয়েছে দ্রুত দাড়ি বড় করার কিছু প্রাকৃতিক উপায়।  


২. দিনে দুই বার মৃদু ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। মুখ ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন। পরিষ্কার ত্বক দাড়িতে সহায়ক ভূমিকা পালন করে।

৩. ইউক্যালিপটাস দাড়ি বড় করতে সাহায্য করে। ইউক্যালিপটাস সমৃদ্ধ ময়েশ্চারাইজার দিয়ে ত্বক ম্যাসাজ করুন।

৪ দাড়ি ভালোভাবে এবং দ্রুত গজানোর জন্য কিন্তু ভালোভাবে ঘুম হওয়া জরুরি।

৫. কিছু ভিটামিন এবং মিনারেল দ্রুত দাড়ি গজাতে সাহায্য করে। খাদ্যতালিকায় ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন ই-সমৃদ্ধ খাবার রাখুন।


৬. প্রতিদিন ২ দশমিক ৫ মিলিগ্রাম বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন। এটি চুল গজাতে কাজে দেবে। তবে যেকোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৭ মানসিক চাপ কম থাকলে দাড়ি দ্রুত গজায়। তাই ধ্যান করে বা যোগব্যায়াম করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

৮. প্রোটিন-সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখুন। মাছ, মাংস, ডিম বাদাম ইত্যাদি খান। এতে দাড়ি দ্রুত গজাবে।



POST Sotto
Aryan Surjo Khan

1 comment:

  1. Watch this videos on YouTube | Videosl.cc
    Videosl.cc is a social network for people who like videos and are looking for high quality videos to watch. Learn how to watch and download youtube mp4 them.

    ReplyDelete

Theme images by sandsun. Powered by Blogger.